Sponsor A Child
Your monthly donation will provide a child in need with tools for a better education.
550 students are Directly Benefitted to receive Quality Education Free of cost
Sponsor A Child Only BDT 1200/- (Usd-15) - Per Month
মানুষ হিসেবে আমাদের সকলেরই এই সমাজের কাছে কিছু দায়বদ্ধতা আছে। পথশিশুরা আমাদের সমাজের একটি অংশ। এই শিশুদের জন্য আমরা যদি ভালো কিছু করতে না পারি, তাহলে এই শিশুরা একদিন আমাদের সমাজের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এরা কেউ ছিনতাইকারী, পকেটমারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পরবে। তাই আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই শিশুদের দায়িত্ব গ্রহন করি তাহলে এই সমাজের চেহারা বদলে যাবে এবং সকল শিশুর জন্য আমাদের এই দেশ নিরাপদ ও সুন্দর হবে।
আপনার দায়িত্ব গ্রহন ও শিশুর জীবনে এর প্রভাবঃ
একজন শিশুর দায়িত্ব নেওয়ার ফলে তার মৌলিক চাহিদাগুলোর অনেকটাই পূরন করা সম্ভব হবে। বিশেষ করে খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার সুবিধা নিশ্চিত হবে এবং একজন শিশু পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। তাই পথশিশুদের সাদাকালো জীবনটাকে একটু রঙিন করতে আপনিও এগিয়ে আসুন এবং একজন পথশিশুর জীবনমান উন্নয়নে অবদান রাখুন। আপনার হাতেই রচিত হোক একজন শিশুর সুন্দর ভবিষ্যৎ।