Bengali BN English EN

07. Tree Plantation

পরিবেশের ভারসম্য রক্ষা করতে হলে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই

বৃক্ষরোপণ কর্মসূচিঃ

জুম বাংলাদেশের চলমান প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসম্য রক্ষা করতে হলে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। যে হারে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে তাতে করে পৃথিবী ধীরে ধীরে মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। একটি দেশের যে পরিমাণ বনভুমি থাকা দরকার তা অনেক কমে গেছে। পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান গাছের সংখ্যা কমে যাওয়ার ফলে পরিবেশের ক্ষতির প্রতি নজর দিয়ে আগামীর প্রজন্ম যেন একটি সুন্দর নির্মল পৃথিবীতে বসবাস করতে পারে তার উপর লক্ষ রেখে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। সাধারণ মানুষকে বৃক্ষ রোপণে আগ্রহী করতে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির কার্যক্রম হতে নেয়া হয়। শুরু থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি জেলায় বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আগামীতে একযোগে প্রতিটি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। 

Share Now

Facebook
Twitter
LinkedIn