Schooling Project
Quality Education For Underprivileged
Our main priority is to ensure basic education for street children. To ensure the quality of our education system we provide all the resources to these children for free. Besides this every day we also provide nutritious and healthy food for children. The reason we are ensuring nutritious and healthy food for children is that these underprivileged children are often hungry during class time so they can’t be concentrated on their studies. So we provide nutritious and healthy food every day for children.
স্কুলিং প্রজেক্টঃ
জুম বাংলাদেশ স্কুলের ৯টি শাখার মধ্যে ৩টি শাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় পরিচালনা নীতি মেনে সেগুনবাগিচা, হাতিরঝিল ও গাইবান্ধা শাখায় পাঠদান করা হচ্ছে। অন্য ৬টি শাখায় শুধু মাত্র বিকাল বেলা সপ্তাহে ৩দিন ক্লাস নেয়া হয়। ৯টি শাখায় সর্বমোট ৫৫০জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ম মাফিক লেখাপড়া শিখানো হচ্ছে।
স্কুলিং প্রোগ্রামে যথাক্রমে পাঠ্য বই অনুশীলন, সাহিত্য পাঠ ও হাতের লেখা সুন্দরকরণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্কুলে আসলে যে সকল সুযোগ সুবিধা পায় শিশুরা ___________________________
ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুরা প্রতিদিন স্কুলে আসলে মানস্বম্পন্ন শিক্ষার পাশাপাশি বিনামূল্যে এক বেলার পুষ্টিকর খাবার প্রদান করা হয় । এছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে সকল মেডিক্যাল সেবা প্রদান করা হয় । স্কুলে পাঠদান করতে যে সকল শিক্ষা উপকরন প্রয়োজন হয় তা বিনামূল্যে প্রদান করা হয় । পড়াশোনার পাশাপাশি শিশুদের মনোনশীল বিকাশে নাচ-গান কবিতা আবৃত্তি সহ আরও নানা কো-কারিকুলাম এক্টিভিটিস করে থাকে জুম বাংলাদেশ ।