Bengali BN English EN
Bengali BN English EN

Apply For Volunteer

Join Zoom Bangladesh as a volunteer

ভলান্টিয়ার হিসেবে যুক্ত হোন জুম বাংলাদেশ-এর সাথে________________

ছিন্নমূল পথশিশু সমাজের নির্মম বাস্তবতার নাম। এই নির্মল কঁচিকাঁচা মুখ গুলো দেখলেই এক প্রকার ভালো লাগা কাজ করে। স্বপ্ন ওরাও দেখে, কিন্তু তা বাস্তবায়ন এর সাধ কিংবা সাধ্য কোনোটাই ওদের নেই।জীবনের স্বাভাবিক চাহিদাগুলো তাদের বৃত্ত থেকে অনেক দুরে, ব্যাস আর ব্যাসার্ধ্যের সীমানারও বাহিরে। জুম বাংলাদেশ একটি সেচ্ছাসেবী সংগঠন যারা কাজ করে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিয়ে ৷ ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের সঠিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে কাজ করে আসছি আমরা। বর্তমানে ৩ টি একাডেমিক স্কুল ও ৬ টি ওপেন স্কুলগুলোতে প্রায় ৫৫০ এর ও অধিক শিক্ষার্থীদের আমরা পাঠদান করাচ্ছি। পড়াশোনার পাশাপাশি তাদের এক বেলা পুষ্টিকর খাবারের চাহিদা নিশ্চিত করার জন্য চেষ্টা করে আসছি আমরা । আমাদের স্বপ্ন আমরা জুম বাংলাদেশ একদিন দেশের সকল অবহেলিত সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের শিক্ষা কার্যক্রম নিশ্চিত করবো। আমাদের এই কার্যক্রমে আপনিও অংশ গ্রহন করতে পারেন। আমাদের এই পথচলার সঙ্গী হতে আজই রেজিষ্ট্রেশন করুন।

Volunteer

Share Now

Facebook
Twitter
LinkedIn