Our History
১৩ থেকে ১৩০০ শিশুর কাছে পৌছানোর গল্প_______________
২০১৬-২০২২ সময় টা খুব বেশী না হলেও এই ৬ বছরে জুম বাংলাদেশ স্কুলের মাধ্যমে প্রায় ১৩৩৬ এরও অধিক ছিন্নমূল পথশিশু এখন অক্ষর জ্ঞান সম্পন্ন। আজকের এই জুম বাংলাদেশের শুরুটা ২০১৬সালে, যখন জুম বাংলাদেশ প্রথম ১৩জন শিশু নিয়ে সেগুনবাগিচায় স্কুলিং কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু হয়। ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা সেগুনবাগিচায় রাস্তার ধারে আশেপাশে ঘুরে বেড়ানো পথশিশুদের নিয়ে এই কার্যক্রম প্রথম শুরু হয়। তখন সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানোর কাজটা তখন মোটেই সহজ ছিলো না। সেসময় প্রতিদিন বিকেলে রাস্তার ধারে শিশুদের ব্যানারে বসিয়ে সেচ্ছাসেবীদের দিয়ে ক্লাস নেওয়া হত। ধীরে ধীরে শিক্ষার্থী ও সেচ্ছাসেবীর সংখ্যা বৃদ্ধি হতে থাকে এবং এর সাথে বৃদ্ধি হয় জুম বাংলাদেশ স্কুলের কার্যপরিধি ।
সময়ের সাথে সাথে বেড়েছে জুম বাংলাদেশেরকর্মপরিধি___________
সেগুনবাগিচার পর পলাশীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণদের নিয়ে চালু হয় জুম বাংলাদেশের দ্বিতীয় শাখা , সেখানেও পথশিশুদের বিনামূল্যে পাঠদান সহ মৌলিক অধিকার পূরনে কাজ করে। সুবিধাবঞ্চিত এই শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে তাদের মাঝে পড়াশোনার ভীষণ আগ্রহ লক্ষ করা হয়। সেসময় শুধুমাত্র জুম বাংলাদেশে ক্লাস করার জন্য গুলিস্তান ও হাইকোর্ট থেকে শিশুরা পলাশীতে হেঁটে আসতো । তাদের এই আগ্রহ দেখে পরবর্তীতে চালু হয় জুম বাংলাদেশ স্কুলের আরোও দুটি শাখা গুলিস্তান ও হাইকোর্ট । এভাবেই কাজের পরিধি বাড়তে থাকে। একাডেমিক স্কুলের প্রয়োজনীয়তা অনুভব করে প্রথমে সেগুনবাগিচা এবং পরবর্তীতে হাতিরঝিল ও ঢাকার বাইরে একাডেমিক স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করার ব্যবস্থা করা হয়। সময়ের সাথে সাথে বেড়েছে জুম বাংলাদেশের কর্মপরিধি। বর্তমানে জুম বাংলাদেশ স্কুলের ৯টি শাখা
৭ বছরে পরিবর্তন________________
এই ৭ বছরে অনেক পরিবর্তন এসেছে, সেগুনবাগিচায় খোলা আকাশের নিচে পাঠদান করা হলেও, শিশুরা এখন একাডেমিক ভবনে শিক্ষা গ্রহন করছে। সুবিধাবঞ্চিত এই শিশুদের পড়াশোনার পাশাপাশি চালু হয়েছে আরোও নানা কর্মসূচি । যার মাধ্যমে এই শিশুরা হাতে কলমে কাজ শিখে দেশ জাতির কল্যাণ বয়ে আনতে পারে । শুরু থেকেই জুম বাংলাদেশ স্কুলের বিভিন্ন শাখা গুলোতে শিশুদের মান সম্পূর্ণ শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। যেখানে শিশুদের পড়াশোনা কে আরোও সহজ সুন্দর এবং সাবলীল ভাবে তাদের কাছে তুলে ধরা হয় । বলা হয়ে থাকে একটি জাতির পরিপূর্ণ বিকাশ ঘটাতে চাইলে তার শিক্ষা সংস্কৃতির বিকাশ ঘটানোর কথা। আমরা এই শিশুদের শুধু পড়াশোনার দিকে গুরুত্ব দেইনি, পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশেও কাজ করে যাচ্ছি। একুশ শতকের তথ্য প্রযুক্তির বিপ্লবের সাথে এই শিশুরা যাতে পিছিয়ে না যায় সে জন্য পড়াশোনার পাশাপাশি এই শিশুদের কম্পিউটার ও বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছ জুম বাংলাদেশ ।
About The Organization
Name of organization : Zoombangla Youth Foundation( Short: Zoom Bangladesh )
Year of establishment : 2016
Legal entity : Zoombangla Youth Foundation is a non-profit voluntary organization
registered with : Registrar of Joint Stock under the societies registration act XXI of 1860.
Its registration no. : S-13394/2020, Dated 17/08/2020.
Name of the operations : 01. Schooling, 02. Bina Poysai Khabar, 03. Poriborton, 04. Youth Leadership & Volunteering, 05. Career Dev. Training, 06. Blood Donation & Medical Camp, 07. Cleaning Campaign, 08. Tree Plantation
Your Co-operation To Be A Impactful
Sponsor A Child
কেন আপনি একজন শিশুর দায়িত্ব নিবেন?
মানুষ হিসেবে আমাদের সকলেরই এই সমাজের কাছে কিছু দায়বদ্ধতা আছে। পথশিশুরা আমাদের সমাজের একটি অংশ। এই শিশুদের জন্য আমরা যদি ভালো কিছু করতে না পারি, তাহলে এই শিশুরা একদিন আমাদের সমাজের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে।
Impact
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Success Stories
২০১৬-২০২২ সময় টা খুব বেশী না হলেও এই ৬ বছরে জুম বাংলাদেশ স্কুল স্বাক্ষী হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের উঠে আসার গল্পে….