পবিত্র মাহে রমজান আমাদের দরজায় এসে টোকা দিচ্ছে। ইতিমধ্য আমাদের মাঝে রমজানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অনেকেই রমজানের প্রয়োজনীয় বাজার, কেনাকাটা সম্পন্ন করে ফেলেছেন কিংবা কেউ কেউ কয়েকদিনের মাঝেই সম্পন্ন করবেন।
কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছেন যারা রমজানে রোজা রাখবেন ঠিকই কিন্তু সেহেরী – ইফতার কিভাবে করবেন! কোথায় করবেন! তার কোন প্রস্তুতি নেই।
ঢাকা শহরের রেল স্টেশন, বাস স্টেশন কিংবা লঞ্চ টার্মিনালে অনেকেই রাতে ঘুমিয়ে থাকেন যাদের মাথার উপরের ছাদ বলতে খোলা আকাশ। প্রতি বছরের মতো এবারেও রমজানে সুবিধাবঞ্চিত মানুষদের ইফতার এবং সেহেরী বিতরণের প্রস্তুতি নিচ্ছে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন।
ইফতারে একজন মানুষের জন্য খরচ ধরা হয়েছে ৪৯ টাকা এবং সেহেরীতে একজন মানুষের জন্য খরচ ধরা হয়েছে মাত্র ৬৯ টাকা।
প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনার সাধ্যমতো ডোনেশন দিয়ে এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ করছি আমরা। আপনার সামান্য প্রচেষ্টায় ইফতার এবং সেহেরী নিশ্চিত হবে এই মানুষগুলোর।