“বাবাগো চোখে দেহি না কি দিসো তবে প্লেইট টা ধইরাই বুঝছি ভালো কিছু দিসো আজকে ইফতারে। আল্লায় তোমাগো ভালা করুক”পথে থাকা এমন হাজারো অন্ধ ও প্রতিবন্ধী মানুষের দেখা মিলে সেহেরি ও ইফতার করাতে গিয়ে। পুরো পৃথিবীটাই যাদের কাছে অন্ধকার সে মানুষ গুলোর পাশে থাকার চেষ্টাতেও একটা অদ্ভুত আত্মতৃপ্তি কাজ করে। তাই আসুন না এই রমজানে রোজাদার ব্যাক্তিদের ইফতার ও সেহেরি করাতে এগিয়ে আসি। মাত্র মাত্র ৫৯ টাকায় একজনের এবং ১২০০০ টাকায় ২শতাধিক মানুষের সেহেরীর দায়িত্ব নিতে এগিয়ে আসতে পারেন আপনিও ।
আমাদেরকে সহযোগিতা করতে পারেন নিচের মাধ্যমে,মোবাইল ব্যাংকঃ
01739801419 (Bkash, Nogod, Rocket Personal)
01853503247 (Bkash, Nagad Marchant)
ব্যাংক এ্যাকাউন্টঃ BANK NAME : THE CITY BANK LIMITED
ACCOUNT : ZOOMBANGLA YOUTH FOUNDATION
ACCOUNT NO. : 1781330017429
BRANCH : ISLAMIC BANKING BRANCH