Bengali BN English EN
Bengali BN English EN
এবারের রমজানে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ৪৯ টাকা ইফতার এবং ৬৯ টাকা সেহেরী

এবারের রমজানে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ৪৯ টাকা ইফতার এবং ৬৯ টাকা সেহেরী

এমন অনেকেই আছেন একবেলার চায়ের খরচেই ব্যয় হয় শতটাকার উপরে। সেখানে আসন্ন পবিত্র রমজানে মাত্র ৪৯ টাকায় সম্পন্ন হবে ০১ জন সুবিধাবঞ্চিত মানুষের একদিনের ইফতার।

৪৯০ টাকায় সম্পন্ন হবে ১০ জন মানুষের ইফতার।

২৪৫০ টাকায় সম্পন্ন হবে ৫০ জন মানুষের ইফতার।

৪৯৫০ টাকায় সম্পন্ন হবে ১০০ জন মানুষের ইফতার।

২৪৫০০ টাকায় সম্পন্ন হবে ৫০০ জন মানুষের ইফতার।

এবং মাত্র ৬৯ টাকায় সম্পন্ন হবে ০১ জন সুবিধাবঞ্চিত মানুষের সেহেরী।

৬৯০ টাকায় সম্পন্ন হবে ১০ জন মানুষের সেহেরী।

৩৪৫০ টাকায় সম্পন্ন হবে ৫০ জন মানুষের সেহেরী।

৬৯০০ টাকায় সম্পন্ন হবে ১০০ জন মানুষের সেহেরী।

৩৪৫০০ টাকায় সম্পন্ন হবে ৫০০ জন মানুষের সেহেরী।

প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনি চাইলেই আপনার সামর্থ্য অনুযায়ী ১০ জন থেকে ১০০ জন কিংবা তার থেকে বেশি মানুষের জন্য ইফতার কিংবা সেহেরীর আয়োজন করতে পারেন। প্রতিদিন ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার এবং সেহেরী বিতরণের প্রস্তুতি নিচ্ছে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন। সেখানে আপনার অংশগ্রহণ আমাদের এগিয়ে নিবে অনেকদূর।

Share Now

Facebook
Twitter
LinkedIn