Bengali BN English EN
Bengali BN English EN
আমরা সচেতন হবো, দেশকে সচেতন করবো।

আমরা সচেতন হবো, দেশকে সচেতন করবো…

দেশের যেকোন ভয়াবহ পরিস্থিতে জুম বাংলাদেশ সবসময় মানুষের পাশে গিয়ে সাহায্য ও সচেতন করেন, যা অত্যন্ত একটি ভালো কাজ।

ডেঙ্গু মহামারিতেও জুম বাংলাদেশ কাজ করছেন জনসচেনতা বৃদ্ধি, পরিষ্কার পরিছন্নতা করে দেশকে সুন্দর রাখতে মাঠে নেমেছে ভলান্টিয়াররা💕

প্রতিটি ভলান্টিয়ার এক একজন যোদ্ধা, তাদের এই কাজগুলোকে সেলুট জানাই❤

ডেঙ্গু সচেতনতায় বাড়ির আশেপাশে জঙ্গল পরিষ্কার করতে হবে। পানি জমে এমন জিনিস পরিত্যক্ত টায়ার,ফুলের টব, ভাঙা প্লাস্টিকের জিনিস, ডাবের খোসা সহ বিভিন্ন জিনিস এইরকম জিনিসে পানি থাকলে তা ফেলে দিতে হবে। আমরাই পারি আগামীর সুন্দর পৃথিবী গড়ে তুলতে, তাই সকলে নিজ নিজ দায়িত্বে পরিষ্কার রাখি চারিপাশ।

#DengueAwareness #zoombangladesh #DenguePrevention #zoombangladeshschool

Share Now

Facebook
Twitter
LinkedIn