“স্যার আপনে নাকি ম্যালা বড় অফিসার, স্যার আমি বড় হইয়া আপনার মতন পুলিশ অফিসার হমু। স্যার আমার জন্য দোয়া করবেন আমি যেনো বড় হয়ে একজন মস্ত বড় পুলিশ অফিসার হতে পারি
“বাংলাদেশ পুলিশের এন্টি টেরিরিসম ইউনিটের এডিশনাল ডিআইজি মোঃ মনিরুজ্জামান আজ উপস্থিত হয়েছিলেন জুম বাংলাদেশ স্কুলের হাতিরঝিল শাখার শিক্ষার্থীদের মাঝে। সেখানে ১১০ টি শিশুদের পরিবারের মাঝে ত্রান-সাহায্য বিতরণ করার প্রোগ্রামে অংশ নিয়ে সেখানে আমাদের সব শিশুদের সাথে কথা বলে কুশল বিনিময় করেন। দেশের বড় বড় পর্যায়ের এই লোকজনের আন্তরিকতা ও সহযোগিতাই আমাদের শিশুদের জন্য অনুপ্রেরণা।তাদের এই ভালোবাসায় আমরা শিশুদের জন্য সুন্দর একটি আগামী গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।